নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় অন্যের জমি প্রভাবশালী একটি চক্র জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে। প্রভাবশালী ওই চক্রটি ইতোমধ্যেই ১০ শতক ওই জায়গা বালি ফেলে ভরাট করা শুরু করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী জাহিদ ইকবাল রাজু গত ৯ অক্টোবর দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজুর দাদা আরজেদ আলীর নামে খলিসাকুন্ডি মৌজায় আর এস ৩৬৭ খতিয়ানে ৮৪০ দাগে ১০ শতক জমি রয়েছে। আরজেদ আলী অনেক দিন আগেই মৃত্যুবরণ করেছেন। এমনকি তাঁর সন্তানেরাও গত হয়েছেন। বর্তমানে ওই জমির মালিক হচ্ছেন রাজুসহ শরীকদের ৬ জন। রাজু এবং তাঁদের শরীকগণ নিয়মিত জমির খাজনাও দিয়ে আসছেন। ১০ শতক ওই জমিটি ফাঁকা এবং গর্ত। সেখানে জমির মালিকদের নাম উল্লেখ করে একটি সাইনবোর্ডও ছিল। বেশ কিছু দিন যাবৎ উক্ত জমির ওপর প্রভাবশালী একটি মহলের লোলুপ দৃষ্টি পড়ে। অতি সম্প্রতি উক্ত ১০ শতক জমি দখলের জন্য খলিসাকুন্ড এলাকার মৃত মনসুর আলীর ছেলে আব্দুল হান্নান (৬০), মৃত কলিম উদ্দিনের ছেলে দাউদ হোসেন (৫০), মৃত ইউসুফ আলীর ছেলে শহিদুল ইসলাম মন্টু (৪৫), আব্দুল মান্নানের ছেলে বকুল (৪০) এবং মৃত রিকাত আলীর ছেলে নবী (৪০) জোরপূর্বক উক্ত জমি দখলের জন্য বালি ফেলা শুরু করেছে। বাধা দিতে গেলে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করা হলেও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ উঠেছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত প্রভাবশালী চক্রের নামে ভুয়া এবং জাল দলিল বানিয়ে অন্যের জমি দখলের আরো একাধিক অভিযোগ রয়েছে। প্রভাবশালী হওয়ায় এই চক্রের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করার সাহস রাখে না। ভুক্তভোগীরা প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Discussion about this post