রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির, চামটা ও বাউনী সার্বজনীন মন্দিরে সনাতন ধর্মালম্বিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শুভেচ্ছা বিনিময়ে জেলা আ.লীগ নেতা শেখ সোহেল রানা টিপু বলেন, বর্তমান আ.লীগ সরকার অস্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। দেশের এ উন্নয়ন যেন ব্যহত না হয় তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে আ.লীগকে ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় জেলা আ.লীগ সদস্য হারুন আর রশিদ মানিক,বালিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পারভেজ মন্ডলসহ বিভিন্ন নেতাকর্মীরা ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post