টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম
হাতে তুলে দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম বলেন, শিক্ষার মানউন্নয়নে ও পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে আনন্দিত। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post