সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মুখোশপরা ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার ভোরের দিকে সিলাম টিকরপাড়ার মৃত তালেবুল গণির ছেলে ইফতেখার গণি তাজেলের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৩টার দিকে মোগলাবাজার থানা এলাকার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইফতেখার গণি তাজেলের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা বাড়ির লোকজনকে আহত করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।
মোগলাবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করে ভিতি সঞ্চার করে। এতে তাজেল গুরুতর আহত হন।
ডাকাত দল বাসা থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন, মোবাইল ৩টি, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post