কুষ্টিয়ার ভেড়ামারা থেকে একটি বিদেশি পিস্তলসহ রমি নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা শাপলা চত্বর এলাকায় রমি নামের ঐ যুবক প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছিল।
জানা যায়, ইউ এস এর তৈরি অত্যাধুনিক পিস্তল তিন রাউন্ড গুলি,রামদা সহ রমি ও সুমন নামের দুইজন কে পুলিশ হেফাজতে নিয়েছেন ভেড়ামারা থানা পুলিশ।
স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। আটক ঐ যুবক রমি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের বুলু মন্ডলের ছেলে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভেড়ামারা শাপলা চত্বর এলাকার পাশে রেললাইনের উপর থেকে রমি নামের ঐ যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। সে পিস্তল কোথা থেকে কিভাবে পেয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post