আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন,আমেরিকার ভিসানীতির কারণে আওয়ামীলীগ ভিত নয়, বরং এতে বিএনপিইই বেকায়দায় পড়বে। কারণ বিএনপির আন্দোলন মানে অগ্নিসন্ত্রাস, ভাড়াটে কিছু লোক দিয়ে ত্রাস সৃষ্টি করা। জনগনকে নিয়ে বিএনপির আন্দোলন করার কোন ক্ষমতা নেই।
তিনি আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু উপস্থিত ছিলেন।
কবির বিন আনোয়ার বলেন, ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪১টি জেলায় এ পর্যন্ত স্মার্ট কর্নার খোলা হয়েছে। এখানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ছাড়াও গুজব প্রতিরোধসহ নানা বিষয়ের কনটেন্ট প্রচার করবেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহনমুলক হবে। আওয়ামীলীগের সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে। কাজেই ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ব্যাপক থাকবে।
পরে তিনি জেলা পরিষদ হলরুমে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post