খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ বাদশা (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের মামা মিঠুন সরদার নিশ্চিত করেছেন।
নিহত বাদশা উপজেলার হরিঢালী’র নোয়াকাটি গ্ৰামের মোঃ মুজিবুর রহমান খাঁ’র বড় পুত্র। সর্বশেষ সোমবার (২৫ সেপ্টেম্বর) জোহর বাদ উপজেলার নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’তিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বাদশাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post