শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সোহান হোসেন সরদার (২৪) নামে এক মাদক দ্রব্য বিক্রেতা ও সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলার গজালিয়া বাজারের পাশে রাস্তা থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। সে চাঁদখালীর কালুয়া গ্রামের কাশেম সরদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হকের উপস্থিতিতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন মাদক বিক্রেতা সোহান হোসেনের দেহ তল্লাশি করে গাঁজা পান।
এরপর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এর ৯(১)(খ) ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। যার মামলা নং ২২০/২১; তারিখঃ ০৬/০৭/২০২১। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রিন্ট করুন
Discussion about this post