‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উজির আলী স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম, জেলা তথ্য অফিসার আবু বক্কার সিদ্দিক। পরে ফায়ার সার্ভিসের আয়োজনে প্রদর্শণ করা হয় দুর্যোগকালীন মহড়া।
এসময় বক্তারা, প্রাকৃতিক দুর্যোগ রোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রোধে যার যার অবস্থান থেকে কাজ করার আহŸান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ অক্টোবর ২০২৩

Discussion about this post