কুয়াকাটায় পন্যে নির্দিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা, বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় সমুদ্র সৈকত কুয়াকাটায় এ অর্থদন্ড প্রদান করেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো মো. রাসেলের আচারের দোকান, মো. শামিম খলিফার আচারের দোকান, সাইমুন পি খাসকেলের আচারের দোকান, ফজলু গংদের ভাসমান খাবারের দোকান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের কাছে দোকানীরা পছন্দ মতো পন্যের দাম রাখছে। দুর্গা পূজায় আগত পর্যটকদের সাথে যাতে এমনটা না করতে পারে তার জন্য এ সর্তকতা মূলক অভিযান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post