হাটহাজারীতে অস্ত্র ও গুলিসহ মো.ইসমাইল হোসেন রনি (২২) এবং নুরুল হক (২১) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ১৪নং শিকারপুর ইউনিয়নের অনন্যা আবাসিক এলাকার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো.ইসমাইল হোসেন রনি উপজেলার ১৫নং বুড়িশ্চর ইউপির ০৪নং ওয়ার্ডস্থ রমজান আলী মিস্ত্রী প্রকাশ বাদশার বাড়ীর মো. মাকছুদুর রহমান প্রঃ দুলাল ড্রাইভার এবং নুরুল হক কক্সবাজার জেলা সদরের বাহারছড়ার মৃত মো.সাইফুল ইসলামের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি মনিরুজ্জামানের দিক নির্দেশনায় ইসমাইল এবং নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বার -১৯।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান অস্ত্রসহ দুই ব্যক্তির গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরের দিকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post