কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান, দপ্তর সম্পাদক রেজাউল করিম বিএসসি, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
সমাবেশে সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করে চলছেন তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বদলে গেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, ষড়যন্ত্রের রাজনীত করার কারণে এদেশের মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশে জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে আজকের সমাবেশ। আগামীতে বিএনপি জামায়াত কোন নৈরাজ্য করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে । এসময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ অক্টোবর ২০২৩

Discussion about this post