সাভার সংবাদদাতা : সাভার উপজেলার আশুলিয়ার বাইপেল হতে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি একটি বাস থেকে ৪৩ জন যাত্রিকে জামায়াত কর্মী সন্দেহে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মহাসমাবেশের জন্য ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশের পক্ষ থেকে । শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের বাইপাইল চেকপোস্টে একটি বাস থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি জানান, সন্দেহভাজনদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি পরিকল্পনার সাথে সম্পৃক্ত না হলে ছেড়ে দেয়া হবে। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে কিছু বলা হচ্ছে না।
এদিকে, ঢাকার প্রবেশ পথ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা বিএনপির নেতাকর্মী বলে ধারণা করা হচ্ছে।

Discussion about this post