সরকার পতনের এক দফা দাবিতে সিলেট সহ সারাদেশে বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ প্রথম দিনে ঢাকা সিলেট মহাসড়কে গাছ ফেলে পিকেটিং করার সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে ফাঁকা গুলি ছুঁড়েন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার (৩১ অক্টোবর)প্রথম দিনের অবরোধে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তায় গাছ টুকরো ফেলে অবরোধের চেষ্টা করেন এবং একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা সহ কয়েকটি সিএনজিকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাঁকাগুলি ছুঁড়লে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে পুলিশকেউ ইট পাটকেল নিক্ষেপ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির তিনজন পিকটারকে আটক করেছে পুলিশ।
তবে এই ঘটনার পর পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে। এছাড়াও সেখানে রয়েছে পুলিশের স্পেশাল ফোর্স সিআরটি।
উল্লেখ্য,মঙলবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধে সিলেটের রাস্তায় গণপরিবহন নেই। ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে। রাস্তায় অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকেও মিলছে না গন্তব্যে পৌঁছানোর বাহন। তবে নগরীতে হালকা সিএনজি অটোরিকশা চলতে দেখা গেছে।
সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলছে। ঘণ্টার পর ঘন্ট অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীদের। বাস স্ট্যান্ড এলাকায় অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখো গেছে।
রাস্তায় বাস না থাকায় মালামাল পরিবহনের ট্রাক, মিনি পিকআপেও অনেক অফিসগামী মানুষকে উঠে বসতে দেখা গেছে। বাসের তুলনায় বেশি ভাড়া নিচ্ছে এসব পরিবহনের ড্রাইভার ও হেলপাররা। রিকশা ভাড়া স্বাভাবিক সময়ের ২ থেকে ৩ গুণ চাচ্ছেন রিকশাওয়ালারা। সিএনজি অটোরিকশা ১০০ টাকার ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা চেয়েছেন ড্রাইভাররা।
অবরোধ চলাকালে যানজটবিহীন রাস্তা পাওয়া গেছে। তবে যানজটবিহীন রাস্তা থাকায় সিএনজি অটোরিকসা করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে বলে বন্দরবাজার এলাকায় আবুল কালাম দামের একজন যাত্রী জানান।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২৩//

Discussion about this post