যশোরের বাঘারপাড়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য, রাইফেলের ১৬৫ রাউন্ড গুলি, চাকু ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ ইসতিয়াক আহমেদ (৩২) ও মোঃ মুকুল মোল্লা (৩০)।
ইশতিয়াক বাঘারপাড়ার পাঠানপাইকপাড়া গ্রামের মৃত জুলফিকার মতিনের ছেলে ও মুকুল মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া পূর্ব পাড়ার মৃত সিদ্দিক মোল্লার ছেলে।
যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ রা নভেম্বর রাত ১ টার দিকে যশোর কোতয়ালী ও বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে কিসমত নওয়াপাড়া এলাকায় যশোর–মাগুরা রোডের পাশ থেকে ১টি প্রাইভেটকার আরোহী ২জনকে আটক করে ২ রাউন্ড রাইফেলের গুলি পেয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযান পরিচালনা করে ইসতিয়াক আহমেদের ঘর থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, মাদকদ্রব্য গাজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে।
যশোর ডিবি পুলিশের কর্মকর্তা রুপন কুমার জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন |
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post