চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের চাপায় মো. মাসুম (১৮) নামে একই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা এগারোটার দিকে কর্ণফুলী থানাধীন সিইউএফএলের ১৫ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. জহির হোসেন। নিহত মো. মাসুম বরিশাল জেলার মুলাদী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নম্বর ঘাট এলাকায় (ঝিনাইদহ -ট ১১-০৫৭১) গ্যাসবাহী ট্রাকটির উপরে ড্রাইভার (অজ্ঞাত) ঘুমাইছিল এবং নিচে হেলপার (ভিকটিম) মাসুম ট্রাকের নিচে ঘুমাইছিল। হঠাৎ করে ড্রাইভার ঘুম থেকে উঠে গাড়ি চালাতেই নিচে চাপা পড়ে হেলপার। তখন ঘটনাস্থলে ভিকটিমের মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিও জব্দ আছে। চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post