মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু (৫৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ই নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বড়লেখা থানার পুলিশের একটি দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে অংশ নেন এসআই স্বপন কান্তি দাস ও এসআই আতাউর রহমান প্রমুখ।
পুলিশ সূত্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post