কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬শত পিস ইয়াবা সহ মাদক সম্রাট নাজিম উদ্দিন (৪৩) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা খ, সার্কেল কর্মকর্তাগণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় এলাকার পিয়ারা বেগমের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে।
এ সময় ঘরের মধ্য থেকে ১৬’শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট নাজিমুদ্দিন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নাজিমুদ্দিন ওই বাড়ি থেকে দীর্ঘ দিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
আটককৃত নাজিমুদ্দিন শহরের কালিশঙ্কপুর এলাকার মতলব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/১-১০ ক ধারায় পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মাহবুবা জেসমিন রুমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩০। তারিখ ১৩/১১/২০২৩। আটকৃত কে মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ নভেম্বর ২০২৩

Discussion about this post