কুষ্টিয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে বাসদ কুষ্টিয়া জেলার আহবায়ক কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়ার সভাপতি আশরাফুল ইসলাম, বাসদ ভেড়ামারা উপজেলা নেতা সাইদ আহমেদ লালন ছাত্রনেতা লাবনী সুলতানা প্রমুখ। সভা পরিচালনা করেন বাসদ নেতা এ্যাড. মীর নাজমুল ইসলাম শাহীন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের দু:শাসনে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিনত করেছে। মুক্ত চিন্তা ও বিরোধী মত ও পথকে দমনে নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন প্রনয়ন করেছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনেরই নতুন সংস্করন।মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাতেœ্য চাল-ডাল, তেলসহ সকল নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। নিন্ডিকেট নিয়ন্ত্রনে সরকার শুধু ব্যর্থই নয়, বরং পৃষ্ঠপোষকতা করছে। মানুষের আয় বাড়েনি অথচ ব্যয় বেরেছে বহুগুন। ফলে গরীব সাধারণ মানুষ তাদের দু’বেলার খাদ্য তালিকা থেকে পুষ্ঠিকর খাদ্য তালিকা ইতোমধ্যেই বাদ দিয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে।নারীর মর্যাদা ও সমঅধিকার স্বাধীন দেশে বাস্তবায়িত হয়নি আজও। শিক্ষা ব্যয় ক্রমাগত উর্দ্ধগামীতে নাভিশ^াস শিক্ষা জীবন। একই সাথে শিক্ষাকে বানিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরন চলছে সমানতালে। একই ভাবে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা পাটকল চিনিকল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে কর্মহীন করে বেকারত্ব ও মানবেতর জীবনে ঠেলে দিয়েছে। দেশকে এমন সংকটময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতেই দেশে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পথ রুদ্ধ করে নিজেদের ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে। সেকারণ নাগরিক হিসেবে নিজের মৌলিক সাংবিধানিক অধিকার আদায়ের স্বার্থে হলেও বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সংঘটিত আন্দোলন সংগ্রামে অংশ নেয়ার আহবান করেন নেতৃবৃন্দ।
এসময় গত ২০ অক্টোবর বাসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং কেন্দ্রিয় সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টুর উপস্থিতিতে অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা বাসদের কাউন্সিলে কমরেড শফিউর রহমান শফিকে আহবায়ক করে ৯সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বাসদ’র নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- আশরাফুল ইসলাম, জামাল উদ্দিন খান, মীর নাজমুল ইসলাম শাহীন, আব্দুল মান্নান শেখ, রাশেদুল ইসলাম, সাঈদ আহমেদ লালন, লাবনী সুলতানা এবং টুটুল আলী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ নভেম্বর ২০২৩

Discussion about this post