মৌলভীবাজারের আলোচিত নাঈম হত্যা মামলায় প্রধান ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর আসামিরা আদালতের কাছে জামিনের আবেদন করেন।
তবে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণকারিরা হলেন, প্রধান আসামি বর্ষিজোড়া এলাকার নুরুল ইসলাম, তার ছেলে রনি মিয়া,ভাতিজা আনোয়ার হোসেন, নাতি সোহান মিয়া, ইমন মিয়া।
মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মো: ইউনুছ মিয়া পাঁচ আসামির আত্মসমর্পণের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post