বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন এবং তা পূরণ করে জমা দিলেন ৪ সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মনোনয়ন তুলেছেন চাঁদপুর-৪ আসন থেকে। গত সংসদে তিনি এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মনোনয়ন তুলেছেন ফেনী সদর আসন থেকে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম মনোনয়ন তুলেছেন কুমিল্লা ১০ আসন থেকে। কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব মনোনয়ন উত্তোলন করেছেন কুষ্টিয়া ১ আসন থেকে।
এদিকে ৪ সাংবাদিকের মনোনয়ন উত্তোলনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে রাজনৈতিক নেতাদের পাশাপাশি পেশাজীবীদের মুল্যায়ন করছেন। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাংবাদিকদের গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদে। জাতীয় সংসদে রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও বিভিন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সফল ও সর্বজনীন সংসদ গড়ে তুলেছেন।
যেখানে সকল শ্রেণী পেশার মানুষের কথা উঠে আসে তাদের প্রতিনিধিদের কন্ঠ থেকে। এদিক থেকে পিছিয়ে নেই সাংবাদিক নেতৃত্ব। যে কারনে এবার ৪ সাংবাদিক দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ নভেম্বর ২০২৩

Discussion about this post