নওগাঁর মান্দার ফকিন্নি নদীর তীর থেকে উত্তম কুমার( ৩৫)নামে এক যুবকের লাশ পাওয়া গেছে ।
গতকাল বৃহস্পতিবার সকালে নদীর ধারে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত উত্তম আত্রাই হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনকারী উত্তম কুমার । গতকাল বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার এসে আর বাড়ি ফেরেনি। কিছুদিন পূর্বে উত্তম কুমারের ১৫ বছরের সন্তান পানিতে পড়ে মারা যায়। অতি দরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নাই বলে জানান। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে বের করতে প্রসাসনের কাছে মিনতি জানান নিহতের পরিবার।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, লাশ বাগমারা এলাকায় পড়ে থাকায় বাগমারা থানাকে অবিহিত করেছি।বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোয়াজ্জেম হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post