রাজশাহীর পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ।
শুক্রবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুর জাহাজঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে শাহজামাল নামে এক জেলের জালে ধরা পড়ে বিশালাকৃতির এই মাছটি। পরবর্তীতে মাছটি বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়।
জানা গেছে, শুক্রবার ভোরে জেলে শাহজামাল পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি অর্ধ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়।
জেলে শাহজামাল জানান, ৮ বছর বয়স থেকেই মাছ ধরা শুরু করেন তিনি। ২০০৮ সালের দিকে তিনি প্রথম ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তুলেছিলেন জালে। এরপর আজ ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছ তুললেন। বিশালাকৃতির এই মাছ পেয়ে তিনি অনেক খুশি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post