কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন চিথলিয়া ইউনিয়নের অন্তর্গত সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে মিরপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (২৬ নভেম্বর’২০২৩ইং) প্রকাশিত ফলাফলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা সেরা ফলাফল করেছে সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজ।
কলেজটি থেকে এবছর জেনারেল শাখা হতে ১৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৬ জন জিপিএ ৫ সহ পাশ করেছে ১৪৬ জন। গড় পাশের হার ৯৩%। এছাড়াও কলেজটির বিএম শাখা থেকে ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৩ জন জিপিএ ৫ সহ পাশ করেছেন ১২৫জন। পাশের হার ৯২%। উল্লেখ্য অত্র কলেজটি ২০০৯ এবং ২০১৬ সালে জেলার মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকার করে এছাড়াও ২০০৬ সাল থেকে প্রায় প্রতি বছরই উপজেলার মধ্যে ফলাফলে প্রথম স্থান অধিকার করে আসছে।
ধারাবাহিক ভাল ফলাফলের জন্য কলেজটির অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এ প্রতিনিধিকে জানান, প্রতিষ্ঠানটির ভালো ফলাফলের জন্য অত্র কলেজের পরিচালনা পর্ষদের সম্মানীত সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। তিনি কলেজের ভালো ফলাফল ধরে রাখার জন্য এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ নভেম্বর ২০২৩

Discussion about this post