আ.লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি রয়েছে যশোরের। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেকে সামনে রেখে যশোরের ছয়টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগেরই নৌকাবঞ্চিত প্রার্থীরা।
আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে দলের সর্বোচ্চ পর্যায় থেকে বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে ছাড় দেওয়ার ঘোষণা আসার পর দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছেন জেলার একাধিক নেতা।
এর বাইরে আছেন নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী। সব মিলিয়ে এবারের নির্বাচন যে তুমুল প্রতিদ্বন্বিতামূলক হবে তাতে কোন সন্দেহ নেই।
এরই মধ্যে যশোরের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনে বিভিন্ন দলের ৫১ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের ভোটযুদ্ধ হবে এমন স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। যশোরের ছয়টি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বৃহঃ পর্যন্ত আ.লীগের ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্রমতে মনোনয়নপত্র জমা দেয়া ৪৬ জনের মধ্যে যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের ৪ জনসহ ছয়জন রয়েছেন । আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান, স্বতন্ত্রপ্রার্থী সোহরাব হোসেন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৩ জন। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য তোফায়েল আহদেরে একমাত্র জামাতা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।
যশোর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা করেছেন আওয়ামী লীগের ৩ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্বতন্ত্রপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
যশোর-৪
আওয়ামী লীগের ৩ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্রপ্রার্থী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায়৷
যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৫ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্রপ্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, যশোর জেলা কৃষক লীগের সহ সভাপতি ও সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ এস এম ইয়াকুব আলী, স্বতন্ত্রপ্রার্থী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলু ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী।
যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৪ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি শাহীন চাকলাদার, স্বতন্ত্রপ্রার্থী কেশবপুর ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগ নেতা এডভোকেট হোসাইন মোহাম্মদ ইসলাম ও স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।
নেতাকর্মীরা বলেছেন, দলীয় সভানেত্রীর প্রার্থী উন্মুক্ত করার ঘোষণার সুযোগে প্রতিটি আসনেই মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এদিকে, সংসদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে সহিংসতার আশঙ্কা করছেন নেতাকর্মীরা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post