টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী।
এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল।
এ সময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে- সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান, নাছিরুল আলম, রনি দাশ, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোঃ আবু জাহেদ, শামশুল আলম বাবু, শীতল মল্লিক উত্তম, রাজীব বড়ুয়া, মোঃ আরশাদ আলী, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ শাহরিয়ার নাজিম, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ নুর জামাল আতিক, মোঃ নুর হাসিব ইফরাজ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন, মোঃ ইমরান হোসেন ইমু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে টেলিভিশন চিত্র সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। টেলিভিশন সাংবাদিকরা এই আধুনিক যুগেও প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে। টেলিভিশন চিত্র সাংবাদিকরা সব সময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও তাঁরা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টিসিজেএ’কে আরো এগিয়ে নিতে হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post