দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটির কাজ হবে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচনপূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো অনুসন্ধান পূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলায় চারটি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপন দ্বারা উল্লেখিত অনুসন্ধান কমিটি হলো- সংসদীয় আসন কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা)র জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ মোহা: আসাফ-উদ-দৌলা, সংসদীয় আসন কুষ্টিয়া- ২ (ভেড়ামার ও মিরপুর উপজেলা)র জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ মো: রেজওনুজ্জামান, সংসদীয় আসন কুষ্টিয়া-৩ (সদর উপজেলা)র জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং সংসদীয় আসন কুষ্টিয়া-৪ (কুমারখালি ও খোকসা উপজেলা)র জন্য সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলামকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন কমিশন।
তবে এই কমিটির তথ্যমতে জানা গেছে, কমিটির সামনে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত কোন নির্বাচন পুর্ব অনিয়ম বা নির্বাচনি অপরাধের খবর আসেনি বা তেমন কোন বিষয় কমিটির চোখে পড়েনি। কমিটির নিকট কোন ব্যক্তি এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ জমা দেয়নি।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উক্ত প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে এই নির্বাচনি অনুসন্ধান কমিটি নিয়মিত তাদের এখতিয়ারাধিন নির্বাচনী এলাকা পরিদর্শন করছেন।
এই কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের জ্ঞাতার্থে জানানো হয়েছে যে, আদালত চত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে, নির্বাচনী আচরন বিধি লংঘন, নির্বাচনী অপরাধ ও নির্বাচন পুর্ব অনিয়ম বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রদানের জন্য। এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৩,২০২৩//

Discussion about this post