২ নভেম্বর-২০২২ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ও ১৩ নং ধুবইল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের এক বছর অতিক্রান্ত হলেও ওই নির্বাচনের দুটি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ডিউটি পালন করা ২৮৮ জন আনছার ও ভিডিপি সদস্য নির্বাচনী ডিউটির টাকা অদ্যবধি পাননি। আরও কতদিন অপেক্ষা করলে ২৮৮ জন আনছার ভিডিপি সদস্য নির্বাচনী ডিউটির টাকা পাবেন জানেন না।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আনছার ও ভিডিপি কমাণ্ড্যান্ট মো. হেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপ করলে ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, জুনের শেষ মুহুর্তে টাকা এসেছিল তবে সময়মতো ট্রেজারী থেকে টাকা তুলতে না পারায় এ ব্যতয় ঘটেছে। তিনি আরও বলেন শুধু মিরপুর নয় এমন ঘটনা ঘটেছে দেশের ৫টি জেলায়। বঞ্চিত ৫টি জেলার মধ্যে খুলনা বিভাগেই রয়েছে ৩টি জেলা।
এ বিষয়ে উর্ধ্বত্বন কর্মকর্তাদের বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে এবং অচিরেই বঞ্চিত আনছার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী ডিউটির বকেয়া টাকা পাবেন বলেও জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ ডিসেম্বর ২০২৩

Discussion about this post