টাঙ্গাইলের মধুপুরে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও বর্নাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় মধুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পরে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাদা পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ দিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিকুল ইসলাম সবুজ, উপজেলা আ’লীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার খান আবু ও আ’লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার পক্ষে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি হাবিবুর রহমান ও সম্পাদক এস এম শহীদ ।
এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন নিজ নিজ ব্যানারে শহীদের সন্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লের আয়োজন করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post