দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র, স্টিকার ও সিআইডি পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান দৈনিক দেশ মা প্রকাশক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্ত এবং একই প্রতিষ্ঠান উৎপাদন খাতে দিনাজপুর জেলায় সেরা মূল্য সংযোজন কর (মুসক) বা ভ্যাটদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক দেশ মা ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার উদ্যোগে এবং ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, বাংলাদেশ ব্রাক্ষ্মণ সংসদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সহযোগিতায় গতকাল রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আহবায়ক শ্রী বিশাল প্রসাদ স্বর্ণকারের সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আহবায়ক শ্রী মানিক সরকারের সঞ্চালনায় আয়োজিত কৃতি দুই সহোদরকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকু রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারজানা রহমান সিমলা এবং জেলার উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট এবং আয়কর প্রদানকারি দুই সহোদর প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড থেকে সম্মাননা পাওয়ায় নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, অধ্যক্ষ গোলাম রসুল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খাজা মঈনউদ্দিন, ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শ্রী জয় প্রকাশ গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ফুলবাড়ী শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ।
শেষে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় রাজু কুমার গুপ্ত ও আনন্দ কুমার গুপ্তকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post