কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বড়গাংদিয়া কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফিরোজ আল মামুন।
এসময় আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন, আড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মো. এমদাদ হোসেন, সাবেক ইউপি সদস্য জয়নাল হোসেন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী,বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী,বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার দক্ষিণ অঞ্চলের একমাত্র প্রার্থী ফিরোজ আল মামুনকে কেটলি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ডিসেম্বর ২০২৩

Discussion about this post