মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা ॥ ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছেন বনবিভাগ।
রবিবার ২৪শে ডিসেম্বর দুপুর ১২টায় পচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ। পরে বিকাল ৫টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের দক্ষিন হাওয়া সী বিচ সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী। তিনি জানান রবিবার ভোর থেকে মেঘনা নদীতে একদল জেলে মাছ শিকার করছিলেন। বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ উপরে আটকে আছ দেখে জেলেরা মুঠোফোনে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক পঁচা কোড়ালিয়া বিটের টহল টিম নিয়ে বাসনভাঙ্গা চরে যায়। কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসি। কচ্ছপটি সম্পুর্ন সুস্থ্য ও অক্ষত থাকায় মনপুরার দক্ষিন হাওয়া সী বিচে মেঘনা নদীতে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে অবমুক্ত করি।
এব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, পঁচা কোড়ালিয়া বিটের বন কর্মীরা যে কচ্ছপটি উদ্ধার করেছে সেটি হল জলপাইরাঙ্গা সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপটি বাসনভাঙ্গা চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।ক্যাপসনপিক
১, মনপুরা দক্ষিন হাওয়া সী বিচ থেকে তোলা ছবি।
রুবেল//সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৪,২০২৩//

Discussion about this post