মেহেরপুর সদর উপজেলার আলমপুর ব্রীজের কাছে মুল ব্রীজ ও সড়কের বিকল্প হিসেবে নতুন ব্রীজ ও সড়ক নির্মাণ হওয়ায় পুরানো সরকারি সড়কটি দখল করে সড়কে বালি, কাঠ, বিচালি ও পাটখড়ি রেখে নিজের ব্যবসায়ী কাজ পরিচালনা করছে স্থানীয় এক দখলবাজ আলতাফ আলী।
এতে যাতায়াতের রাস্তা অবরুদ্ধ হওয়ায় দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।
জানা যায়, সদর উপজেলার আলমপুরে মূল সড়কের পাশ দিয়ে বিকল্প হিসেবে নতুন ব্রীজ ও কিছু-দূর পর্যন্ত নতুন সড়ক নির্মাণ হওয়ায় পুরানো ব্রীজ ও রাস্তা দিয়ে যাতায়াতের চাপ কমে, এই সুযোগে আলমপুরের দখলবাজ আলতাফ আলী সড়কটি তার নিজ দখলে নিয়ে ব্যবসায়ী সামগ্রী রেখে সড়কটি যাতায়াতের জন্য অবরুদ্ধ করে রাখে। যার ফলে এখন সড়কটিতে প্রতিনিয়ত যানযটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, মূল সড়কটি দখলের বিষয়ে আলতাফ আলী কে কিছু বলতে গেলে, আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে থাকে। আমাদের দাবি সড়কটি যেনো দখলমুক্ত হয়। এবং আমরা যেনো নতুন এবং পুরানো দুটি সড়ক দিয়েই যাতায়াত করতে পারি। এতে করে গ্রামবাসীসহ সড়কে যাতায়াতকারী সকলের যানযটের অবসান হবে।
এবিষয়ে মেহেরপুর সড়ক ও জনপদের জেলা ইঞ্জিনিয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ ডিসেম্বর ২০২৩

Discussion about this post