খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন পালিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) প্রভাত থেকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা ও গাংনী পৌর এলাকার চৌগাছায় গীর্জায় গীর্জায় প্রার্থনার মাধ্যমে দিনটির মূল কর্মসূচি শুরু হয়।
পরে দিনব্যাপী খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে সাজানো হয়। উৎসব উপলক্ষে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বড় পরিসরে মেলার আয়োজন করা হয়। মেলাস্থলে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও রাতে সেখানে থাকছে নানা আয়োজন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ ডিসেম্বর ২০২৩

Discussion about this post