কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জামাল মোল্লা (৪০) নামে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
মামলার ২জন আসামি গ্রেফতার হলেও বাঁকী আসামিরা গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবারের লোকজন উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। গ্রেফতার না হওয়া আসামিরা বাদী পক্ষের লোকজনকে প্রাণনাশসহ ভয়, ভীতি ও বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেওয়ায় নিহতের পরিবার, স্বজন ও তাদের লোকজনরা রয়েছেন শঙ্কায়। তাদের দাবি বাঁকী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা ও সরদার পক্ষ সম্মিলিতভাবে একটি প্যানেল ঘোষণা করেন। তাদের বিপক্ষে একই এলাকার মন্ডল পক্ষও অপর একটি প্যানেল ঘোষণা করেন। ৩ ডিসেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল। এরই জের ধরে ২ ডিসেম্বর সন্ধ্যায় দিঘলকান্দি গ্রামের ইজ্জতের মোড়ে মন্ডল ও মোল্লা পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বাঁধলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে।
পরে রাত ১১টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়। সংঘর্ষে মৃত আজগর মোল্লার ছেলে জামাল মোল্লা নিহত হোন। হত্যার ঘটনায় নিহতের মা রহিমা বাদী হয়ে খাতুন ৪ ডিসেম্বর দিঘলকান্দি ও নতুন দিঘলকান্দি গ্রামের রাশেদুল ইসলাম, আমিন ইসলাম, রাকিব হাসান, নবির উদ্দিন, কবির, মাহাবুল ইসলাম, শুভ ইসলাম, আনার, জিসান ও রানা হামিদ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং ৬। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেফতার করলেও বাঁকী আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে।
প্রতিপক্ষের হামলায় নিহত জামাল মোল্লার মা রহিমা বেগম বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমার ছেলের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। হত্যার ঘটনায় মামলা হয়েছে তবে আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের হুমকি ধামকিতে শঙ্কায় রয়েছি আমরা।
মামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জামলা মোল্লা নিহত হওয়ার মামলায় ২জন আসামি গ্রেফতার হয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতার অভিযান চলামান রয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ ডিসেম্বর ২০২৩

Discussion about this post