হাটহাজারীতে মাহমুদুল হাসান মাষ্টার (৫১) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে মডেল থানা
পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের দায়ে উপজেলার মেখল ইউনিয়নের সীমান্তবর্তী মাদার্শা ইউপিস্থ মৌলভী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিএনপি নেতা হাসান উপজেলার মেখল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ সারাং বাড়ীর মৃত শামসুর পুত্র।
সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাটহাজারী আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কযেকজন প্রার্থী নির্বাচন করছেন। ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপি নির্বাচনের বর্জন করার বিষয়ে উল্লেখিত স্থানে লিফলেট বিতরণ করেছিলেন উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান মাস্টার । এসময় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম বিএনপি নেতা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে শুক্রবার সন্ধ্যার দিকে জানান, আটককৃত কে শুক্রবার সকালের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post