যশোর সদর থেকে একটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ ।
আটককৃতরা হলো, ইমরুল হাসান ইমরান (২১) এবং কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫)।
র্যাাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় অবৈধ অস্ত্র কিনে যশোর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে তারা স্বীকার করে।এছাড়া, বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকায় ইমরুল হাসান ইমরানের বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় একটি চাঁদাবজি ও একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানায় জব্দকৃত আলামত ও আসামিদের হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post