কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৫ টায় নবনির্বাচিত এমপি মহোদয় ভেড়ামারা প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
এ সময় নবনির্বাচিত এমপি মহোদয় সাথে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, মেহেদী হাসান জ্যাকি, শাকিল হোসেন, শিপন আলী, বুলবুল প্রমুখ ।
উল্লেখ্য, গত ৭ ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন।
নবনির্বাচিত এমপি ভেড়ামারার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নানা বিষয় সম্পর্কে আলোচনা বৈঠক করেন। পরিশেষে তিনি ব্যক্তিগতভাবে ভেড়ামারা প্রেসক্লাবকে দুটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন। এছাড়াও নবনির্বাচিত এমপি মহোদয় বিকাল সাড়ে ৩ টায় ভেড়ামারা সরকারি কলেজ সংলগ্ন মাঠে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ জানুয়ারি ২০২৪

Discussion about this post