কুষ্টিয়ার পূবালী ব্যাংক কুমারখালী শাখার সিনিয়র অফিসার রাজিব আহমেদ (৪০) নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধারে পুলিশের অবহেলা ও রহস্যজনক ভুমিকার প্রতিবাদসহ নিখোঁজ ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের দাবিতে মানব বন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন পরিবারবর্গ। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দেন নিখোঁজের স্বজনরা।
এসময় নিখোঁজের স্ত্রী রায়হানা পারভিন (৩০) অভিযোগ করে বলেন, ‘গত ২২ ডিসেম্বর ১০টা ৪৯ মিনিটে আমার সাথে সর্বশেষ কথা হয়েছে। এরপর থেকে তার মোবাইলের সুইচ অপ। আমি তখন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও কোন সন্ধান না পেয়ে কুমারখালী থানায় জিডি করতে গেলে সেদিন প্রতমের পুলিশ আমার জিডিটাও নিতে চায়নি। আমি পিড়াপিড়ি করায় অবশেষে ২৩ ডিসেম্বর পুলিশ আমার জিডি গ্রহন করে। এরপর থেকে আমরা পরিবারের লোকজন সবাই চরম উদ্বিগ্নের মধ্যে দিয়ে সম্ভাব্য সকল স্থানে খেজাখজি অব্যহত রাখলেও পুলিশের পক্ষ থেকে কোনরূপ সন্তোষ জনক আচরন বা দায়িত্ব পালন করতে দেখছিনা। সর্বশেষ সময় পর্যন্তও আমার স্বামী রাজিব আহমেদকে খোঁজার বিষয়ে পুলিশ চরম অবহেল ও রহস্যজনক আচরন করছেন। আমি অবিলম্বে আমার স্বামীর সন্ধান চাই’।
তবে পুলিশের অবহেলা জনিত পরিবারের অভিযোগকে নাকচ করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আকিবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাজিব আহমেদের সন্ধান বের করতে পুলিশ সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে’।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪

Discussion about this post