নিজস্ব প্রতিবেদক : অদ্য ০৩-১১-২০২১ তারিখ ০৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া মিরপুর থানার মামলা নং- ০২, তারিখ-০২-১১-২০২১ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৩২৬/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড এর পলাতক আসামী ১। মোঃ জিকো খান (২৯), পিতাঃ মোঃ রুহুল আমিন, সাং- নওদা তাল বাড়িয়া ২। মোঃ সোহেল মন্ডল (২৮), পিতা- মোঃ শহিদ মন্ডল, সাং- রানা খড়িয়া ৩। মোঃ সানোয়ার হোসেন (৪৬), পিতা- মৃত তজির উদ্দিন মালিথা, সাং-নওদা গোপালপুর, সর্ব থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে “কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জিয়া রোড হতে” গ্রেফতার পূর্বক কুষ্টিয়া মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post