সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির রোগ মুক্তির কামনায় আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মির্জাপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন কারী মো. ইকরাম ফারুক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহসভাপতি সাবেক মেয়র বীল মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, মেজর (অব.) খন্দকার এ হাফিজ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, মো. সাইদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌফিকর রহমান তালুকদার রাজিব, মো. মাজাহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মো. জহিরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা যুবলীগের আজবায়ক মো. শামীম আল মামুন, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আজমেদ বাবরসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post