গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ৫২তম শীতকালীন স্কুল-মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহিম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে ১৬ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতার ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ গ্রুপ পর্যায়ের খেলা আগেই শেষ হলেও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগিরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শিক্ষার্থীদের সুন্দর ও সুস্থ মন গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি সকল প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশনাও প্রদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী১৮,২০২৪//

Discussion about this post