নিজস্ব প্রতিবেদক:
বিপ্লবী তিতুমীরের জন্মদিনে প্রবীন কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী মহাশয়কে তিতুমীর সম্মান প্রদান করলেন চন্দ্রনাথবসু।
শনিবার কলকাতা কফি হাউসে একঝাঁক কবি সাহিত্যিকদের উপস্থিতি তে বাংলাদেশের প্রবীন কবি ও সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী কে তিতুমীর সম্মান প্রদান করেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সম্পাদক চন্দ্রনাথবসু।
উপস্থিত ছিলেন কবি ধ্রুবব্রত দত্ত , কবি ও শিক্ষিকা সুপর্ণা কর্মকার, শিশু কবি স্বপ্ন প্রামানিক, কবি, প্রকাশক মধুমিতা ধূত ও বিশিষ্ট শিক্ষক সন্দীপন প্রামানিক। তিতুমীরের জীবনী নিয়ে আলোচনা করেন ধ্রুবব্রত দত্ত । তিতুমীরের জন্মদিন উপলক্ষে সকলকে বই উপহার দেওয়া হয়।
আগামী কাল বই মেলাতে ” সবুজ মন ” পত্রিকা প্রকাশ করবেন কবি আব্দুর রশীদ চৌধুরী। ঐদিন আব্দুর রশীদ চৌধুরী কে সেরা বাঙ্গালী কবি সম্মান প্রদান করা হবে।
চন্দ্রনাথবসু সকলকে কলকাতা বই মেলায় সবুজ মন সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ জানুয়ারি ২০২৪

Discussion about this post