ভেড়ামারা প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ায় বল, মাদক নয় খেলতে চল’— স্লোগানকে সামনে রেখে স্থানীয় খেলা—ধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ‘বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী। বিভিন্ন খেলা—ধুলার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী। যার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন। একাডেমিটি অবস্থিত ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কুচিয়ামোড়া বিজেএম কলেজের পাশে। রুবেল মাহমুদ রতন তিনি শুধু ফুটবল নিয়ে নয় বরং সব ধরনের খেলা নিয়ে কাজ করছেন। প্রতিভাবান ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে তাঁদেরকে আমরা খুঁজে বের করেছি এবং তাঁদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছি। অন্যান্য জেলার মতো আমাদের গ্রামের ছেলেরাও প্র্যাকটিস ও খেলার সরঞ্জাম পেলে অবশ্যই তাঁরা ভালো করবে বলে আমি আশা করি।
সেই লক্ষ্যই কাজ করে যাচ্ছি। বিশিষ্ট ব্যবসায়ী ও জনহিতৈষী আলহাজ্ব রুবেল মাহমুদ রতন ফুটবল ও অন্যান্য খেলাধুলার পিছনে ব্যক্তিগতভাবে লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন। খেলাধুলার উন্নয়নের জন্য। ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেছেন বিজেএম কলেজের খেলার মাঠ। সেই সাথে জাতীয় পর্যায়ের একজন কিং বক্সার ঐ উপজেলার বাহাদুরপুর গ্রামে কৃতী সন্তান মার্শাল আর্ট জাতীয় চ্যাম্পিয়ন আব্দুর রহমানকে ১০ হাজার টাকার উপর প্রশিক্ষণ সামগ্রী উপহার দিয়েছেন। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক ও মোবাইল আসক্ত তরুণ প্রজন্মকে নিয়ে নিজে মাঠে থেকে খেলাধুলার সাথে জড়িত হওয়ার জন্য সবাইকে উদ্যোগ নিয়েছেন। গোলকিপার সাজিদ, রাতুল, মোরসালিন,রিদয় তাঁরা বলেন: দীর্ঘদিন ধরে খেলাধুলার সুযোগ খুঁজছিলাম কিন্তু এলাকায় তেমন কোন উদ্যোগ নেওয়ার ব্যক্তি ছিল না বলে তাদের প্রতিভা বিকশিত হয়নি। বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি হওয়ার পর থেকে তাদের আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাদের খেলার সব সামগ্রী, গ্লোভস, পোশাক,বল ইত্যাদি কিনে দিয়েছে। ডিফেন্ডার নাঈম, আরিফ, আলামিন মিডফিল্ডার আসিফ বকুল, হৃদয় ও উইংগার সাজুল, রাব্বি তাঁরা সকলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ঘরের ছেলে ।প্রতিদিন কাজ করার পাশাপাশি মাঠে সময় দেয় ভালো খেলোয়াড় হওয়ার জন্য। তাদের যাতায়াত ভাড়া—সহ বুট,ফুটবল ও আর্থিকভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে একাডেমির চেয়ারম্যান রুবেল মাহমুদ রতন। একাডেমীর সকল প্লেয়ারদের একটাই আশা তারা এখান থেকে ভালো কিছু করবেেএবং বিভিন্ন ক্লাব ও জাতীয় দলে নাম লেখাবে। তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি টুর্ণামেন্টের সফল আয়োজনও করেছেন তিনি। খেলাধুলার বিকাশ ঘটানোর জন্য সরকারি সামর্থ বান ক্সরিড়ামোদীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৮ জানুয়ারি ২০২৪

Discussion about this post