মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
চট্টগ্রামের হাটহাজারীতে শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন নাথ নামের ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ ছড়ারকুলের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সমীরণ নাথের ছেলে লিংকন নাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে বালুরটাল এলাকায় চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় লিংকন। পরে খবর পেয়ে জিআরপি ও হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠায়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আযম ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লিংকন তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলো। সে মাদকাসক্ত হয়ে পড়েছিলো। তার বাবার বড়দিঘী পাড় এলাকায় একটি লেদ মেশিন গ্যারেজ রয়েছে। তবে চৌধুরীহাট এলাকার একটি ফার্সেসীতে সে মাঝে মাঝে সময় দিতো। নেশা থেকে ফেরানোর জন্য তাকে পরিবার রিহ্যাব সেন্টারেও দিয়েছিলো। গত ১৫/১৬ দিন পূর্বে সে ওখান থেকে বাড়িতে এসেছিলো। আর এর মধ্যে গতকাল রাতে এ ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post