মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মো. সোহান (২০) ও মোহাম্মদ বিপ্লব হোসেন (২২) । বিপ্লব নগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউকলোনীর মোহাম্মদ আলম হোসেনের ছেলে এবং সোহান বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার লাল মিয়ার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, জেলার বাগমার থানার হায়াতপুরের মো. হাবিবুর রহমান ও তার বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন। এরপর তারা রিক্সাযোগে ছোটবনগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রিক্সা নগরীর বোয়ালিয়া থানার রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছা মাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ও তার টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। এরপর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে আসামি বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় থেকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেফতার করেন।
এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত ল্যাপটপ, মোবাইল ফোন, ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়।
অন্যান্য আলামত উদ্ধার ও সহযোগী অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post