জিয়াউর রহমান জিতু মীরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশে স্মার্ট মোবাইল সার্ভিস বিপ্লবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন জাবেদ টেলিকম।
বাংলাদেশে স্মার্ট ফোন এখন শুধু প্রত্যন্ত এলাকায় পৌঁছায়নি, এর ব্যবহারকারী এখন সব শ্রেণির মানুষ৷
উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবার হাতে স্মার্ট ফোন ব্যবহার এক ধরনের ফ্যাশন হয়ে দাঁড়ালেও এখন স্মার্ট মোবাইল ফোন ফ্যাশন নয় প্রয়োজন৷
মীরসরাই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চাহিদা মেটাতে মীরসরাইয়ের সন্তান জাবেদ হাসানের প্রতিষ্ঠান জাবেদ টেলিকম স্মার্টফোন সার্ভিসিংয়ের পাশাপাশি সকল স্মার্টফোন, গ্যাজেটস সেলস করে সেবাপ্রদান করে যাচ্ছেন প্রায় এক যুগেরও বেশি।
জাবেদ টেলিকম মীরসরাইয়ের (টেক শপ) যেখান থেকে আপনি বিশ্বখ্যাত ৫০টিরও বেশি কোম্পানির ৫০০ এরও অধিক মোবাইল,গ্যাজেট ও এক্সেসরিস পাবেন এক ছাদের নিচে।
তিনি এই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেরা সার্ভিস দিতে চীন থেকে মোবাইল সার্ভিসিংয়ের সরঞ্জাম আমদানির মাধ্যমে মোবাইল ফোন সার্ভিসের ব্যবসায় আসেন জাবেদ হাসান।
দেশে মোবাইল ফোন শিল্পে বড় সম্ভাবনা আছে বলে মনে করেন এই উদ্যোক্তা। তাঁর মতে, বিশ্ববাজারে সাশ্রয়ী দামে মোবাইল সার্ভিস করে সুনাম কুড়ানো যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে রপ্তানি বাজারেও ভালো কিছু করার সম্ভাবনা আছে বলে প্রতিনিয়ত এই অপার সম্ভবনার পথে হাঁটছেন জাবেদ হাসান।
তিনি বলেন, উন্নত বিশ্বের সকল নামিদামি (আইফোন, ব্লাকবেরী, স্যামসাং, হুয়াই, শাওমি,) ফোন দক্ষ ইঞ্জিনিয়ার না থাকার কারনে নষ্ট হয়ে গেলে ব্যবহার অযোগ্য হয়ে যেতো, যাতে করে দেশের অর্থনৈতিক অবস্থার ও অবণতি ঘটতো। তাই উন্নত ব্যান্ডের মোবাইল ফোন সার্ভিসের জন্য চায়না থেকে মোবাইলের টাচ ডিসপ্লে খোলা, বড় জটিল সমস্যা সমাধান করার জন্য কয়েকটি চীনা ব্র্যান্ডের মেশিনারিজ এনে স্বল্প খরচে মোবাইল সার্ভিসিং দিয়ে যাচ্ছি।
গ্রামের কৃষকরাও প্রয়োজনীয়তা বুঝে গেছে৷ তারা জানেন, যোগাযোগের এই বহনযোগ্য ডিভাইস তার কী উপকার। তাইতো প্রতিবার নতুন মোবাইল কেনা সম্ভব নয় বলে মোবাইল সার্ভিসে গুরুত্বটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তারই কথা চিন্তা করে সকল শ্রেনীর মানুষদের সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post