শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৭২ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত দেখিয়ে ছিল বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। যার পথ ধরে ১৯৭১ সালে এসেছে বাংলার স্বাধীনতা। ১৯৯৯ সালে মহান ২১ শের অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তাই বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে।
দিবসের প্রথম প্রহরে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা ফুলেল শ্রদ্ধা জানান। সারাদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ দিবসের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে যারা ভাষা জন্য লড়াই করে এখনো বেঁচে আছেন তাদের জানানো হয় শ্রদ্ধা।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ দিবসের অনুষ্ঠানে জানানো হয়, ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানি শাসকেরা যখন অন্যায়ভাবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপরে চাপিয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন সেই সময়ের সারা পূর্ব বাংলা ফুঁসে উঠেছিল । বাঙ্গালি ছাত্র জনতা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে শহর, নগর, বন্দরে প্রতিবাদ, বিক্ষোভ করে ছিল । ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে এগিয়ে যেতে থাকলে তাঁদের ওপর গুলি চালানো হয়। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে নিহত হন। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে দেশের শহীদ মিনারে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post