জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অটোরিকশা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের ৯টি নির্বাচনী প্রচারনা কেন্দ্র ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।
গত কাল মধ্য রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলমের লোকজন ৯টি প্রচারনা কেন্দ্র ভাংচুর করে বলে অভিযোগ করেন তারা।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে ইউনিয়নের গোদা শিমলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় হাজারো মানুষ অংশগ্রহণ করে।

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটন বলেন, মধ্য রাতে নৌকা প্রার্থী আলমের লোকজন আমার নয়টি নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ও ভাংচুর করে।
নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষে এ হামলা চালায়। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এবিষয়ে নৌকা প্রার্থী আলম জানান, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা নিজেদের কেন্দ্র নিযেরাই ভাংচুর করেছে। বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন এবং বানোয়াট।

Discussion about this post