ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পানের বরজে শত্রুতা করে আগুন ধরিয়ে দেয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায়ই ৪ লক্ষ টাকা।
এলাকাবাসী সূত্র জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পশ্চিমা গ্রামের কামাল হোসেনের পান বরজে হঠাৎ আগুন জ্বলা দেখতে পান এলাকাবাসী।
তৎক্ষণাৎ এলাকাবাসীর চিৎকার চেচামেচিতে লোক জড়ো হয়ে আগুন নিভাতে চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস টিম আসে। এর আগেই এলাকাবাসির চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন তারা। তৎক্ষণে কামাল হোসনের প্রায় এক বিঘা জায়গার ৪০ পিলির পান বরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে পান বরজের ৪০ পিলি পান গাছ সহ বরজের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post